রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
পুলিশের গুলিতে নিহত ছাত্রের স্মরণসভায় ব্যাপক সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ২:১৪ PM
২০০৮ সালে গ্রিসে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর স্মরণে আয়োজিত মিছিলের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অ্যাথেন্সে প্রতিবাদকারীদের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

ছাত্র অ্যালেকসান্ড্রস গ্রিগরোপোলসের নিহত হওয়ার স্মরণে আয়োজিত বার্ষিক মিছিলে অংশ নেন অন্তত ৫ হাজার প্রতিবাদকারী। মিছিল শেষে প্রতিবাদকারীরা এক্সারকিয়া জেলায় আবর্জনার স্তূপে আগুন লাগায়। এসময় প্রতিবাদকারীরা পেট্রোল বোমা ও পাথর ছুড়ে মারে। দাঙ্গা পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে জবাব দেয়।
নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাথেন্সের কেন্দ্রীয় এলাকায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় ৬০ জনেরও বেশি ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে কিশোর ছাত্র গ্রিগরোপোলসকে গুলি করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার মানুষ অ্যাথেন্সের রাস্তায় নেমে আসে। তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, দোকানের জানালা ভেঙে লুটপাট চালায়। এটি গ্রিসের ইতিহাসে সবচেয়ে বড় দাঙ্গা হিসেবে পরিচিত। এই দাঙ্গা কয়েক সপ্তাহ ধরে চলেছিল। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত