বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
ইন্দুরকানিতে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:০৩ PM
পিরোজপুরের ইন্দুরকানিতে  সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মের বিরুদ্ধে মামলা  হয়েছে।

উপজেলার পত্তাশী ইউনিয়ন শ্রমিকদের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাদি হয়ে ৫ ডিসেম্বর রাতে ইন্দুরকানি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে  ২৮ জন জ্ঞাত ও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলাটি  দায়ের করেন।

মামলায় জিয়াউল আহসান গাজী ছাড়াও আসামি করা হয়েছে  বালিপাড়া  ইউপি চেয়ারম্যান  ইউনিয়ন আ. লীগের সভাপতি  কবির হোসেন বয়াতি,  পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপির আহবায়ক শাহীন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক  হাওলাদার মোয়াজ্জেম হোসেন,  উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু ইন্দুরকানি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারাক আলী হাওলাদার,  সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,  উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,  সহ-সভাপতি  রিপন সিকদার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু,   উপজেলা ছাত্রলীগের সভাপতি  আতিকুর রহমান ছগির, বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  আসাদুজ্জামান বাচ্চু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে   উপজেলার গাবগাছি এলাকায় গত গত ৭ মে  দলীয় প্রভাব বিস্তার করে  বিএনপির নেতা কর্মীদের হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন, বোমা বিস্ফোরণ ও বাদির বাড়িতে  ভাঙচুরের অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে আ.লীগ নেতাদের দাবি  গত  ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর থেকে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে নেতা কর্মীদের এলাকা ছাড়া করা হচ্ছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, পত্তাশী ইউনিয়ন শ্রমিক দল নেতা মফিজুল ইসলাম বাদী হয়ে পাঁচ ডিসেম্বর ২৮ জনকে জ্ঞাত এবং ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামী করে ইন্দুরকানি থানায় একটি মামলা দায়ের করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত