রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
পরীক্ষার সময় বাণিজ্য মেলার আয়োজনে ক্ষুব্ধ অভিভাবকরা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ PM আপডেট: ০৭.১২.২০২৪ ৭:১৪ PM
পটুয়াখালীর খেলাধুলার একমাত্র পিডিএস মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা। প্রতিদিনই এই মেলার মাঠে শিক্ষার্থীদের পাশাপাশি মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলাকালে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা আয়োজনের ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিগ্নিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়েছে।

অপরদিকে বিক্ষুদ্ধ হয়ে উঠছে স্থানীয় ব্যবসায়ী ও ক্রীড়ামোদিরা। মেলার আয়োজনের ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। তারা মেলার সময় না বাড়িয়ে বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন। অপরদিকে ক্রীড়ামোদিরা তাদের খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে।

স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সামিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পটুয়াখালী শহরের পিডিএসএ মাঠে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আয়োজন করে। গত ১৪ নভেম্বর বিকেল ৫ টায় জেলা প্রশাসক আবুল হাসনাত মো. আরেফিন প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকদের দাবি, মেলা প্রাঙ্গণ প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিন দেখা যায়, সকাল থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থীরা মেলার মাঠে ভিড় করছে। অনেকে পরীক্ষা দিয়েই দুপুরে সহপাঠিদের নিয়ে ছুটছে মেলা প্রঙ্গনে। স্কুল ড্রেস পরিহিত অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি এ মেলায় প্রবেশ করে সময় কাটাচ্ছেন। এতে করে অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

এদিকে মেলার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। ১৮২ জন ব্যবসায়ীর স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, এ মেলার কারণে সকল ব্যবসায়ীগন ক্ষতিগ্রস্থ হচ্ছে। বর্তমান শীত মৌসুম থাকা সত্তে¡ও মেলা থাকার কারণে ক্রেতাগন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসছেনা। যার পরিপ্রেক্ষিতে বেচা-কেনার অবস্থা খুবই খারাপ। পৌর ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, ভ্যাট দিয়ে এবং ব্যাংক ও এনজিও থেকে ঋন নিয়ে ব্যবসা করে দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন ব্যায় নির্বাহ করতে পাছেন না তারা।

তবে মেলার আয়োজক মোঃ মনির হোসেন জানান, জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং বরিশালের মেসার্স সামিউল এন্টার প্রাইজ‘র ব্যবস্থপনায় এ মেলা শুরু হয়। আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে।

জানতে চাইলে জেলা প্রশাসক আবুল হাসনাত মোঃ আরেফিন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত