মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতিকালে ১১ জন আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ২:৪৪ PM
চট্টগ্রাম নগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকায় একটি জাতীয় গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে৷ 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় দক্ষিণ খুলশী থানাধীন খুলশী আবাসিক এলাকার বাড়ি-৪/৪, রোড-০৩ এ সানমার রয়েল রীচ নামক এপার্টনেন্ট থেকে ডিজিএফআই পরিচয়ে ডাকাতিকালে মোট ১১ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

পুলিশ ও ফ্ল্যাটের বাসিন্দাদের সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে সানমার রয়েল রীচ ভবনে ডিজিএফআই পরিচয়ে ১৩-১৪ জন লোক ঢুকে প্রধান ফটকে  দায়িত্বরত থাকা ৩ জন সিকিউরিটি গার্ডের চোখ ও হাত-পা বেঁধে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও সিসিটিভি হার্ড ডিক্স জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং ইন্টারকম সংযোগ বিছিন্ন করে দেয়।

পরবর্তীতে ডাকাত দলের সদস্যরা ভবনের ৮তলায় যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসার মালামাল লুট করার চেস্টা করে। এই সময় আশেপাশের ফ্ল্যাটের লোকজন জানতে পেরে ৯৯৯ নাম্বারে ফোন করে খুলশী থানা পুলিশকে সংবাদ দেয়। 

খুলশী থানা পুলিশ বাংলাদেশ বুলেটিনকে জানায়, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ভবনের বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করতে সক্ষম হয় এবং ২-৩ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃত ১১ জনকে জিজ্ঞাবাদের একপর্যায়ে তারা ডিজিএফআই এর সদস্য নয় মর্মে জানান এবং তারা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক ভাবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় মোট ১১ জন ডাকাতকে গ্রেফতার করে খুলশী থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইয়াকুব (৩৫), পিতাঃ মৃত ইদ্রিস মিয়া, মোজাহের আলম(৫৫), পিতাঃ মৃত হাজী তোফাজ্জল আহম্মদ, মোঃ রুবেল হোসেন (২৬), পিতাঃ মো: শাহ আলম, মহিউদ্দিন (৪৫), পিতাঃ মো: আবদুল শুক্কুর, আবদুল সবুর (৩৭), পিতাঃ আবদুল খালেক, মোঃ রুকন (৩৯), পিতাঃ মৃত আমির হোসেন, মোঃ ওসমান (৪০), পিতাঃ মৃত কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন (৪১), পিতাঃ মৃত সিরাজুল হক, মো: ওয়াজেদ প্রকাশ রাকিব (৩৬), পিতা মৃত মাহাবুব খান, আবদুল মান্নান (৩৫), পিতাঃ নুরুল আমিন এবং শওকত আকবর ইমন (২৮), পিতাঃ নুরুল ইসলাম। 

পুলিশ জানিয়েছে মোঃ হারুন অর রশীদ (৩৬), পিতাঃ মো: সালাম সওদাগর, মাতাঃ মৃত সামসুন নাহার, সাং- চর খাশারিয়া, মাহজন পাড়া, থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানায় আনা হয়েছে। তারা পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

গতরাতের অভিযানে ডাকাত দলের ব্যবহৃত ০১ টি কালো রং এর হায়েস মাইক্রোবাস (নাম্বারঃ চট্ট-মেট্রো-চ-১১-৫৯৩১, ১ টি স্টীলের খোনতি, ১ টি খেলনা পিস্তল (পুলিশ লেখা পিস্তল  কাভার সহ), ডিজিএফআই পরিচয় দানকারী ভূয়া পরিচয়পত্র, ২০-২৫ টি খালি প্লাস্টিকের বস্তা এবং১ তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়৷ 

ইতিমধ্যে এনএসআই কার্যালয়ের পক্ষ হতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় এবং গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত