বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৬
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫২ PM
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ১৬ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৪টি চাকু ও একটি কাঁচি উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল হোসেন (২৪), নয়ন শেখ (২১), শান্ত রহমান (২১), মোঃ জালাল উদ্দিন (২০), যাদব বর্মন শুক্ল (৪২), বাচ্চু (৩৮), সাইফুল ইসলাম (২৫), খোকন মন্ডল (৪৫) লিটন মোল্লা (২৬), রতন (৩০), মাহাবুব পাঠান (৪০), শামছুল আরিফিন সিজান (২০),  আলমগীর শেখ, আবিদ হাসান শেখ (২০), নুরে আলম (২৩) ও শফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায় ছিনতাই বিরোধী নিয়মিত অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীর মাজার বস্তির প্রবেশপথ হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত