বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ PM
সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিস  ও লেপ্রা বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১১ টার দিকে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালি বের হয়ে কালেক্টর ভবন চত্বর ঘুরে আবার সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সভাপতিত্বে বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ড. জুলিয়া আক্তার, এমওসিএস ডা. মো. রিয়াজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন খন্দকার, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো. হাসান আলী মামুন, লেপ্রার এরিয়া সুপারভাইজার মো. জর্জিস হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, কুষ্ঠ একটি প্রাচীন রোগ হলেও কুষ্ঠ রোগ এখন নিরাময়যোগ্য এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারলে প্রতিবন্ধিতা প্রতিরোধ করা যেতে পারে। বর্তমানে সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতিতে যে তিনটি ঔষধ রয়েছে তা হচ্ছে ড্যাপসোন, রিফাম্পিসিন ও ক্লোফাজিমিন।

প্রোগ্রাম অর্গানাইজার মো. হাসান আলী মামুন জানান, ২০২৩ ও ২০২৪ এই দুই বছরের সিরাজগঞ্জ জেলায় মোট ১৭ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়। চিকিৎসা সেবা নিয়ে ইতিমধ্যে ১১ জন রোগী কুষ্ঠ রোগ থেকে নিরাময় পেয়েছেন এবং অন্য ৫ জনের চিকিৎসা চলমান রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত