শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
হরতাল মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:০৪ PM আপডেট: ০২.০২.২০২৫ ৬:৫৮ PM
ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের ঘোষিত হরতালসহ যেকোনও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী। 

অমর একুশে বইমেলা প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তা কঠোর হস্তে দমন করা হবে। ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলা থেকে জামিনে বের হওয়া অপরাধীদের নজরে রাখা হচ্ছে। 

ডিএমপি কমিশনার বলেন, বইমেলায় ডিএমপি পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় একটি পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। এর মাধ্যমে মেলা ও এর আশপাশ পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেলায় প্রবেশ পথে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি করা হবে। মেলার ভেতর-বাহিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ারসহ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বইমেলায় ডিএমপির বাইরে নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে জানিয়ে তিনি বলেন, টিএসসি থেকে দোয়েল চত্বর এবার সবসময় বন্ধ থাকবে না। কখনও বন্ধ থাকবে, কখনও খোলা থাকবে। রাতে যেনও কোনও সমস্যা না হয় সেজন্য সার্চলাইটের ব্যবস্থা করেছি। মেলা চলাকালীন সময়ে কোনও ভারি যানবাহন চলবে না। যেখানে হকার বিশৃঙ্খলা না করে, সে ব্যবস্থা নেওয়া হবে। ফুডকোর্টে যেন গলা কাটা মূল্য না নেয় সেদিকটাও আমাদের খেয়াল থাকবে। 

উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। 

সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নাজুক আমি নিজেই বলি। মানুষকে অনুরোধ করব- ছোটখাটো দাবি নিয়ে রাস্তা অবরোধ করবেন না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত