মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষকদলের সমাবেশ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৬ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সহ সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাবেল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক আরিফ মুল্যা, মহিলা বিষয়কসম্পাদক মধু মায়া, সাটুরিয়া উপজেলা কৃষকদলের নেতা বরকত মল্লিক।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রুকন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, আহবায়ক আমীর হামজা উপজেলা যুবদল,বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,রেজাউলসহ আরওঅনেকেই।
পরে শেষে ইউনিয়নের ৬০ জন দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।