শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
শনিবার ১৫ মার্চ ২০২৫
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের ল্যাব সহকারী নিহত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৬ PM
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি শুকদেব মন্ডল (২৫) নিহত। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিড়িং নামক স্থানে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিক্সাযোগে গ্রামের বাড়ি দেউলকাঠি যাওয়ার সময় আকষ্মিকভাবে অটো থেকে রাস্তায় ছিটকে পরে  বিআরটিসি বাসের চাপায় গুরত্বর আহত হওয়ায় অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।

নিহত শুকদেব মন্ডল  (২৫)  ধানসিড়ি ইউনিয়নের দেউলকাঠি গ্রামের দেবন্দ মন্ডলের ছেলে। তিনি ঝালকাঠি উদ্ভোদন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,  অটোরিক্সা থেকে পরে বিআরটিসি বাসের চাপায় গুরতর আহত হলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে  হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত