খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অনুমতিছাড়া অনুপ্রবেশ করা ২ চীনা নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ VOIP (Voice Over Internet Protocol) ইন্টারনেট সরঞ্জাম উদ্বার করা হয়।
আটকরা হলেন-ব চীনা নাগরিক জিয়াং ছেংথং, টেংতংগুক। উভয়ই বর্তমান চট্রগ্রমের উত্তর খুলশীতে থাকতেন। আরেকজন তাদের সহযোগী চট্রগ্রমের বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার নুরুল আফসারের ছেলে মোঃ আসিফ উদ্দিন (২৫)।
পুলিশ জানায় ,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর ২০২৫ রাতে রামগড় বাজারের খাঁন কমপ্লেক্স ভবনের ৪র্থ তলার একটি কক্ষে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি কক্ষের ভেতর VOIP (Voice Over Internet Protocol) ব্যবসা পরিচালনার লক্ষ্যে সীমবক্স সহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনকালে ২ জন চীনের নাগরিক আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
এসময় তাদের কাছ থেকে ৩২ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স ৫টি, ২৫৬ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স ১টি,সিম বক্সের কানেকশন প্যানেল ৬টি, যার প্রতিটিতে Multi Service Router MSR716 লেখা আছে, সিম বক্সের পাওয়ার প্যানেল ৬টি,সিম বক্সের কভার ৬টি, সিম বক্সের এন্টিনা১৬০টি, পাওয়ার এডাপ্টার ৭টি, ১টি কালো রংয়ের NVR (Network Video Recorder) যাহাতে Dahua Technology, DHI-NVR1108HS-S3/H, Made in China, S/N: AD07CDBPAZDEB99 লেখা আছে, ১টি কালো রংয়ের ৮ পোর্টের POE সুইচ যাহা TP-Link এর Model No-LS11OP, ১টি সাদা রংয়ের ONU, যাহা-V.SOL এবং Specification: V2801RD লেখা আছে, ১টি TP-Link এর WIFI রাউটার যাহার মডেল নং-DecoE4, ৬টি নীল রংয়ের USB ক্যাবল, ৬টি হলুদ রংয়ের ইথারনেট ক্যাবল, ২টি এ্যাস কালার ইথারনেট ক্যাবল, ২টি মাল্টিপ্লাগ ২টি সাদা ও ২টি কালো রংয়ের সর্বমোট ৪টি চার্জার উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাদের দেযা তথ্যমতে আসিফ উদ্দিনকে আটক করা হয়।
এ বিষয়ে বিটিআরসির এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট মোঃ মোশারফ হোসেন রামগড় থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধনী ২০১০) এ মামলা রুজু করেন।
রামগড় থানার ওসি বলেন, আলামত সমূহ উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়। বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিদেশি নাগরিকদের প্রবেশ- অবস্থানের জন্য অনুমতির বিধান থাকলেও তাদের কাছে এধরনের কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি।
রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রে একটি জনবহুল বিল্ডিংয়ে অবৈধভাবে বাসাভাড়া নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টারনেট ডিভাইস কার্যক্রম পরিচালনা করে কিভাবে এমন প্রশ্ন সচেতন মহলের। স্থানীয়রা জানান,ঐ দুই চীনা নাগরিক পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে অনুপ্রবেশসহ প্রশাসনকে ফাঁকি দিয়ে গত ১১ ও ১২ নভেম্বর থেকে তাদের কার্যক্রম শুরু করে।