সুরে সুরে বিশ্ব ভূবনে বাংলাদেশের জয়গান ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম সংগীত প্রিয় মানুষদের অনলাইন প্লাটফর্ম সুরের মেলার দশম প্রতিষ্ঠাবার্ষিকী। তারার ঝলমল উজ্জ্বল নক্ষত্রদের আগমনে মুখরিত হয় পুরো আঙ্গিনা। দেশ বিদেশে থাকা সংগীত প্রেমীদের উপস্হিতিতে অতিথিদের বরণ করে নেয়া হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। দেশখ্যাত নৃত্য শিল্পী ও সুরের মেলার সদস্যরা সংগীত পরিবেশন করে মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠান।
সুরে সুরে বেজে ওঠে ভালোলাগার গান
২০তম আসরে যাবো হৃদয়ে জাগে টান
একটু হাসি, একটু ছন্দ, একটু আনন্দ আড্ডা
‘সুরের মেলা’ সেরা বাঁধন, বন্ধুত্বের টানে বাঁধা" এই শ্লোগানকে উপজীব্য করে গোটা অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়।
শুক্রবার গুলশানের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত এই মিলনমেলায় আবৃত্তি, গল্প, আড্ডা এবং বন্ধুদের সাথে সুদৃঢ় বন্ধনে প্রাণের স্পন্দন আগামীর পথচলাকে আরো মসৃন করে।
সুরের মেলার সুদীর্ঘ পথচলার অন্যতম কান্ডারি তাহমিনা আহমেদ বলেন, আমরা জানি, সুরের মেলার হাজারো বন্ধু দেশে-বিদেশে ছড়িয়ে আছেন। স্বাভাবিক নিয়মে সবার সাথে দেখা হওয়া সম্ভব হয় না। তাই এই মিলন মেলার আয়োজন। আমাদের একমাত্র সুযোগ একসাথে গল্প, আড্ডা, নাস্তা, ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর একটি দিন কাটানোর। সুরের মেলার সকল সদস্য বন্ধুদের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা আজ এই অবস্থানে।
হাঁটি হাঁটি পা পা করে সুরের মেলা আজ ১০ বছরে পদার্পণ করলো। এই এক দশক অনেক দীর্ঘ সময় হলেও আমাদের মনে হয় -এই তো সেদিন আমরা একদল গানপ্রেমী বন্ধু মিলে আমাদের যাত্রা শুরু করেছিলাম। কিন্ত আজ আমরা অনলাইন ভার্চুয়াল প্লাটফর্মে শীর্ষ স্হানে অবস্থান করছি। আমাদের সকল এডমিন ও গান বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অবস্থান। আজ পিছনে ফিরে তাকালে মনে হয় এই দশ বছরের পথ চলায় আমরা শুধু গান নয় ভালবাসা, বন্ধুত্ব ও সংস্কৃতির এক উজ্জ্বল আলোকরেখা তৈরি করেছি। অনেক মানুষের প্রতিভা আছে, সুযোগ নেই নিজেকে উপস্থাপন করার, আমরা সেই প্রতিভাকে সুযোগ করে দিয়েছি নিজেকে উপস্থাপন করার। আমরা নতুন নতুন শিল্পী তৈরি করেছি। যারা আজকে টেলিভিশন এবং বেতারে তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সুরের মেলা এক কথায় গানের সেরা মঞ্চ। আমরা বিশ্বাস করি আমাদের মতো এই ক্ষুদ্র পরিসরে সুস্হ সংস্কৃতিচর্চা ও তার বিকাশের ধারাবাহিক প্রচেষ্টাই দেশের সামগ্রিক সাংস্কৃতিক অগ্রযাত্রাকে সমৃদ্ধ করবে।
এই আয়োজনে সুরের মেলার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূইঁয়া রানা, সহ-সভাপতি পারভেজ দারাইন, মোর্শেদ চৌধুরী খোকন, ইমরান আহমেদ, শিরিন আখতার, সারাবন তোহরা রিনা, জাহাঙ্গীর আলম ও কাজী ইতি ইকবালসহ অন্যরা রাত দিন পরিশ্রম করে অনুষ্ঠান সফল করেছেন।