শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি
আশুলিয়ায় কারখানায় ডাকাতি: প্রায় ২ কোটি টাকার মালামাল লুটপাট
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪:৪৯ PM
আশুলিয়ার জিরাবো এলাকায় ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ভোর ৪টার মধ্যে ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

ম্যাগপাই গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক কায়ছার আলী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে কয়েকজন বন্ধ থাকা কারখানাটির মেইন গেইট টপকিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দরজা খুলে আনুমানিক ৪০ থেকে ৫০ জন গেইট দিয়ে ভেতরে প্রবেশ করেন। ডাকাতেরা গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কারখানা থেকে ব্যাটারি, আইপিএস, কেব্‌ল, এসি, মোটর, কম্পিউটারসহ প্রায় ২ কোটি মতো মালামাল নিয়ে চলে যায়। 

এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশুলিয়া থানায় ১ কোটি ৭১ লাখ টাকার মালামাল লুট হওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

কারখানার নিরাপত্তারক্ষীরা জানান, ডাকাতেরা লুটপাটের পর লুট করা মালামাল একটি ট্রাকে তুলে ভোররাত চারটার দিকে কারখানা এলাকা ত্যাগ করেন। এ সময় ডাকাতেরা কারখানা-সংলগ্ন একটি দোকানেও লুটপাট চালান বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আরটিভিকে জানান, ডাকাতরা এসে জেনারেটরের তারসহ ভিন্ন ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ ও নিয়ে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে, তদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় ১ কোটি ৭১ লাখ টাকার মালামাল লুট হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত