রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:২০ PM আপডেট: ২৩.১১.২০২৫ ৮:২২ PM

জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুল বারীর প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা। 

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মী-সমর্থকরা।

এসময় আন্দোলনকারীরা বলেন, জয়পুরহাট-২ আসনে সম্প্রতি ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক ডিসি ও সচিব আব্দুল বারী। কিন্তু বিগত সময়ে তাকে কোনদিন জয়পুরহাটের রাজপথে দেখা যায়নি। রাজপথে না থাকলেও ৫ আগস্টের পর অতিথি পাখির মতো এলাকায় এসেছেন আর তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন। তাই এই আসনে মনোনয়ন পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাকে দেওয়া হোক।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত