রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
চকরিয়ায় ৪৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ
চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ PM

কক্সবাজারের চকরিয়ায় প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫ জন সুফলভোগীদের মাঝে ২ টি ছাগল ও পালনের উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টার দিকে চকরিয়া প্রাণী সম্পদ হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন, ভেটেরিনারী সার্জন ডা. মোস্তাকিম বিল্লাহ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন, মো. গিয়াসউদ্দিন, মুজিবুর রহমান, সাইদ আল করিম প্রমুখ। 

চকরিয়া উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি এলাকার সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৫টি পরিবারের মাঝে ছাগল ও সেইসাথে ছাগলের ঘর তৈরীর জন্য দুটি সি আই সিট, ৪টি পিলার ও ৫টি ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সুফলভোগীরা ছাগলগুলো পালন করলে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত