রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
খুলনায় নির্বাচন উপলক্ষে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ PM

খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রোববার থেকে খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ জন সদস্যের অংশ গ্রহণে ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা আনসার ব্যাটালিয়নের (৩ বিএন) পরিচালক মোল্লা আবু সাইদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুণদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়, সেজন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে। এসময় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয়, বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মো. সাইদুর রহমান ও প্রশিক্ষকবৃন্দ।

এদিকে খুলনা বিভাগের ৯টি জেলায় একই সাথে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ) ধাপ ২০২৫ শুরু হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত