আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।
আজ রবিবার গণসংযোগের অংশ হিসেবে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের বাড়ি, দোকানপাট, খেলার মাঠসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রতিনিয়ত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ড. মিজানুর রহমান গণসংযোগ করছেন বলে জানা যায়।
জনসংযোগ করার সময় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের এমপি প্রার্থী বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সকল প্রকার অনিয়ম দূর্নীতি রোধ করা হবে। চাঁদাবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। তরুণদেরকে মাদক থেকে বিরত রাখার পাশাপাশি মাদক কারবারিদের জড় উপড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ।