সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বাগেরহাটে নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:৪৮ PM
বাগেরহাট সদর উপজেলার দড়াটানা নদীর পাড় থেকে আজমির শেখ (৪৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার অর্জুনবাহার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

নিহত আজমির শেখ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের হাসেম শেখ এর ছেলে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার আজমির শেখ বড় বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় আশিকের বাসায় বসে তাস খেলছিল। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় কিছু লোকজন আসলে তারা গা ঢাকা দেয়। এ সময় পুলিশ মধু শরীফকে গ্রেফতার করে নিয়ে যায়। 

এলাকাবাসী আরো জানান, মূলত মধু শরীফের ভাই খোরশেদ শরীফকে হত্যার উদ্দেশ্যে আসছিল সন্ত্রাসীরা। কিন্তু ভুলক্রমে আজমীর শরীফকে অতর্কিতভাবে হামলা করে তাকে নদীতে ফেলে দেয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

নিহত আজমির শেখের ছেলে ওমর ফারুক বলেন, আমার পিতা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, কারো সাথে কোন শত্রুতা ও ছিল না। আমরা দুই ভাই ঢাকায় চাকরি করি মা প্রবাসী। মঙ্গলবার বাঁশবাড়ি এলাকায় তাস খেলতে আসছিল আমার বাবা। কিন্তু সন্ত্রাসীরা কি কারণে আমার পিতাকে হত্যা করেছে তার সঠিক কারণ জানি না। ঘটনার সঠিক তদন্ত করে পিতা হত্যার বিচার দাবি করেন তিনি।

খোরশেদ শরীফের স্ত্রী হালিমা খাতুন বলেন, মঙ্গলবার রাতে পুলিশ আমাদের বাড়িতে আসে। আমার দেবর প্রতিবন্ধী মধু শরীফকে আটক করে। এ সময় স্থানীয় কামরুল, ইদ্রিস তালুকদার, রুবেল, জাহিদ, সগীর, মারুফসহ ২০/২৫ জন সন্ত্রাসী উপস্থিত ছিল। সন্ত্রাসীরা আমার পেটের উপর লাথি মারে ও হুমকি দিয়ে বলে তোর স্বামীকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি।

মধু শরীফ ও খোরশেদ শরীফের মা হালিমা বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলে মধু শরীফকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে গেছে। আবার ছেলে খোরশেদ শরীফকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু আজমির শেখকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। তিনি তার ছেলেদের জীবনের নিরাপত্তা ও হত্যাকারীদের শাস্তি দাবি করেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ নমুনা সংগ্রহ করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি । প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন লক্ষ করা গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত