সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
আগে গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান, এরপর সংসদ নির্বাচন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:৫৬ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় মুখ্য আলোচক বেনজীন খান বলেন, গণপরিষদ নির্বাচন করে সংবিধান সভার মাধ্যমে নতুন করে সংবিধান রচনা করতে হবে। এরপর নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 

তিনি বলেন, বাহাত্তরের সংবিধানে জনগণের অভিপ্রায় স্থান পায়নি। বাহাত্তরের সংবিধান যদি বহাল থাকে,তাহলে জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে, তার কোন মূল্যায়ন হবে না। পুরনো সংবিধান অনুযায়ী জুলাই বিপ্লবের নায়করা খলনায়কে পরিণত হবেন।

আজ শুক্রবার বিকেলে যশোর শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে ‘জুলাই বিপ্লব: গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক’ শীর্ষক এ আলোচনা সভায় আরও বক্তৃতা করেন নাগরিক কমিটি যশোরের প্রতিনিধি আশা লতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখ্য সংগঠক আল মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, সংগটনের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সামিউল আজিম প্রমুখ। 

আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দসহ জেলার সবগুলো উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একই স্থানে ইফতার মাহফিলে অংশ নেন নেতৃবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত