মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
সিরাজগঞ্জে বাম গনতান্ত্রিক জোটের মানববন্ধন
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:২৩ PM
নারী শিশু ধর্ষন হত্যা খুন নির্যাতনের প্রতিবাদে এবং দোষিদের শাস্তির দাবি সহ নিত্যপন্যের দাম কমানো, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনী তারিখ ঘোষনা দাবিতে বাম গনতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১২ মার্চ সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা শহিদুল্লাহ সবুজ, সুলতান আহমেদ, বাসদ নেতা আবু সামা, আক্তার হোসেন প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে বিগত সরকার কে হটানো হয়েছে। মানুষ চেয়েছিল বৈষম্য দূর করে দেশে আইনের শাসন, পাচারকৃত টাকা ফেরত এনে দেশের উন্নয়ন মূলক কাজে ব্যয় সহ নিত্যপন্যের দাম কমানো সহ দরিদ্রদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হবে বেকার সমস্যার সমাধান হবে। কিন্তু বর্তমান সরকারের কর্মকান্ডে সেই স্বপ্ন ম্লান হওয়া শুরু করেছে। নেতৃবৃন্দ দেশে অব্যাহত নারী শিশু ধর্ষন হত্যা খুন নির্যাতন বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত