মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
তিনদিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:২৫ PM
জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিনদিন ধরে নিরুদ্দেশ। তিনি ‘আত্মগোপনে’ গেছেন নাকি তার সাথে ‘অন্য কিছু ঘটেছে’ এমন কোনো তথ্য নেই পুলিশের হাতে।

জানা গেছে, ৯ মার্চ দুপুরে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে বের হন। এরপর তিনি বরিশালে যে বাসায় থাকতেন সেখানে আর ফেরেননি। পাশাপাশি সোমবার, মঙ্গলবার এবং বুধবার কর্মস্থলে যোগদান করেননি। পুলিশের এই কর্মকর্তা ছুটিও নেননি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, তিনদিন ধরে তিনি কর্মস্থলে আসছেন না। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে জানানো হয়েছে। এ বিষয়ে হেডকোয়ার্টার্স পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর রামপুরায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক আন্দোলনকারীরে গুলি করে পুলিশ। সেই ঘটনায় রামপুরা থানায় দায়ের হওয়া মামলার আসামি এডিসি রাশেদুল ইসলাম। ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন এই কর্মকর্তা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত