ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামের এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত টুটুল আহমেদ গাজীপুরের ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তবে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পরিবারসূত্রে জানা গেছে, গত রাতে ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল বাড়ি থেকে তার মিশুক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখেন টুটুল খুন হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুকটি ছিনতাই করা হয়েছে।