রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ভালুকায় মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৫৭ PM
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া (৩২) ও রোকেয়া আক্তার (৫০) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। 

ঘটনাটি ঘটেছে সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার নন্দীবাড়ী এলাকায় গোয়ারী দাখিল মাদ্রাসার সামনে। নিহতরা উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে লাল মিয়া পেশায় দপ্তরী  এবং একই এলাকার সুর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার পেশায় শিক্ষক ছিলেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি  সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাল মিয়ার মৃত্যু হয় এবং সিএনজি'র চালক সহ তিনজন আহত হয়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া আক্তার মারা যায়। অন্য তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত