সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
শৌচাগারে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:৩৯ PM
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে থেকে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের ওই কনস্টেবলের নাম মাসুদ রানা (৩৪)। রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য তিনি ১৪ এপ্রিল তদন্তকেন্দ্র থেকে আসেন। হাসপাতালে আসার পর জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে থাকতেন মাসুদ। মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি পুলিশে যোগ দেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘মাসুদ রানার পারিবারিক সমস্যা ছিল। স্ত্রীর সঙ্গে কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ‘মাসুদ রানার পরনের প্যান্ট খুলে শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে আটকিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল। রাতের কোনো এক সময় মাসুদ আত্মহত্যা করেছেন। সকালে তার লাশ পাওয়া যায়। কী কারণে আত্মহত্যা করেছেন, সেটা বলতে পারছি না। এটা তদন্তের পর বলা যাবে।’

ওসি আশরাফুল আলম জানান, দুপুর দেড়টা অবধি লাশ ঘটনাস্থলেই ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত