বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৩:২৯ PM আপডেট: ০২.০৫.২০২৫ ৮:৩৩ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চার মাস পরে আগামী ৫ মে (সোমবার) লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান।

মির্জা ফখরুল বলেন, ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন।

তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস… সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ মে উনি রওনা হলে ইনশাল্লাহ পরদিন (৫ মে) সকালে দেশে এসে পৌঁছাবেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামে বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাকে সব কিছু জানানো হয়েছে।

কবে ফিরছেন তারেক রহমান?
৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে নিয়ে আসবেন দুই পুত্রবধূকে। কিন্তু ছেলে তারেক রহমান আসবেন কবে? তা নিয়েই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে।

গণবিপ্লবের মুখে আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় তারেক রহমান। সমাবেশসহ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন নিয়মিত। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রসংষ্কারসহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান। যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন তিনি।

সব মামলা থেকে খালাস পেয়েও তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে প্রশ্ন ছিলো দলের নেতাকর্মীদের মনে। খবর রটেছিলো, ছেলেকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া। আবার কেউ বলেছেন, বিএনপি ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান।

এতোসব গুঞ্জনের মাঝে হঠাৎ লন্ডনে থাকা তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনি তফসিল ঘোষণার পরেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। এজন্য ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি বাড়িও সংষ্কার করা হচ্ছে।

সম্প্রতি এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটা তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।

নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক দায়িত্বশীল নেতা বলেন, ‘দেশের পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান। এছাড়া তিনি লন্ডনে বসেই ভালোভাবে দল পরিচালনা করছেন। পরিস্থিতি অনুকূলে আসলেই ফিরে আসবেন তিনি। আমরাও সেই অপেক্ষায় আছি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত