শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বড়াইগ্রামের এলএলপি ডিপ স্থাপনের দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:৩৯ PM
নাটোরের বড়াইগ্রামের আগ্রান মৌজায় প্রায় আড়াইশত বিঘা জমির ফসল বাঁচাতে লোন লস প্রোভিশন (এলএলপি) বা ঋনক্ষয় সঞ্চিতি এর আওতায় ডিপ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলার আগ্রান উত্তর-পূর্ব পাড়া ফসলী মাঠের সামনে মানবন্ধনের আয়োজন করে অত্র এলাকার সর্বস্তরের কৃষক-কৃষানী ও সুধীজন। 

এসময় স্থানীয় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আব্দুর রশিদ, ক্যাপ্টেন (অব:) মোঃ খলিলুর রহমান, সোলার ডিপের ম্যানেজার কলেজ শিক্ষক মোঃ আব্দুর রহমান, কৃষক আব্দুল মান্নান, এলএলপি ডিপ প্রকল্পের ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ ওমর আলী প্রমুখ। 

বক্তারা বলেন, কিছু মানুষ এলাকায় ভুল তথ্য প্রচার করে এবং এলএলপি ডিপ স্থাপনের শেষ পর্যায়ের কাজে বাধা প্রদান করায় বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ডিপ স্থাপনের কার্যক্রম শেষ করে ফসল রক্ষা করার দাবি জানান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত