২০২৪ সালের ২০ আগষ্ট লোহাখুচি দি মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুর অপসারন চেয়ে ছাত্র ছাত্রীরা আন্দোলন শুরু করে পরে চাপে ফেলে তাকে জোর পূর্বক পদত্যাগ করতে বাধ্য করায়। কিন্তু এই ঘটনার ৯ মাস পরে ছাত্র-ছাত্রীরা তাকেই পুনরায় প্রধান শিক্ষক হিসেবে ফিরিয়ে আনতে আন্দোলন শুরু করেছে।
নবম শ্রেণির ছাত্র সজিব ও রোখসানা বলেন, আমরা ভুল করেছি।আমাদের আগের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু স্যার স্কুলে থাকা কালীন আমাদের পড়াশুনা অনেক ভাল হতো। কিন্তু ২০ আগষ্টের পর থেকে আগের প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রত্যেক সহকারী শিক্ষকরা নিজেকে প্রধান শিক্ষক ভাবা শুরু করেছে। আমাদের ঠিকমত ক্লাস হয় না। শিক্ষকরা মন খুশিমত চলাচল করে। তাই স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে আগের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু স্যারকে ফিরিয়ে আনার বিকল্প নেই।
পরে সদর উপজেলা ইউএনও ও স্কুলের সভাপতি মনোনীতা দাস স্কুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ও ছাত্র-ছাত্রীদের কাছ তাদের দাবির প্রেক্ষিতে লিখিত আবেদন গ্রহণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মনোনীতা দাস বলেন, আগের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুকে প্রধান শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীরা দাবী করছে। পরে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।