বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৮:৪৭ PM

ধর্মীয় দিক বিবেচনা করে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। দেশটির তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ করেছে। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা খামা প্রেস।

আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ধর্মীয় দিক দিয়ে উপযুক্ত উত্তর না পাওয়া পর্যন্ত দাবা খেলায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম আফগানিস্তানে চালানো যাবে না।

দাবা খেলা নিষিদ্ধের পাশাপাশি নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা দাবাকে ‘হারাম’ হিসেবেও ঘোষণা দিয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। সর্বশেষ দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

বার্তাসংস্থা খামা প্রেস জানিয়েছে, নিষেধাজ্ঞা দেওয়ার কয়েকদিন আগে দাবা খেলোয়াড় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল। কিন্তু সহায়তার বদলে তারা পেয়েছেন নিষেধাজ্ঞার খবর। 

দাবা একটা সময় আফগানিস্তানে বুদ্ধিমত্তার জনপ্রিয় খেলা ছিল। সাম্প্রতিক সময়ে আবারও এটির জনপ্রিয়তা বাড়ছিল।

সূত্র: খামা প্রেস







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত