বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনা-২ আসনে খেলাফত আন্দোলন প্রার্থীর গণসংযোগ
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ PM

নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত বটগাছ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহীর সমর্থনে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণসংযোগ কর্মসূচী শুরু করেছেন নেতাকর্মীরা।
 
খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহীর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরন করেন দলের সিনিয়র নেতারা। 

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক মুফতি আব্দুল বারী, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মান্নান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা মোস্তফা জিহাদী, জেলা খেলাফত যুব আন্দোলনের আহবায়ক মুফতি মুসা, সেক্রেটারী মাওলানা ইজহারুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা সদস্য সচিব মাওলানা আতাউর রহমান কমলপুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ তারেক আবির, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুস সালাম, মুহাম্মদ ফখরুল ইসলাম, শ্রমিক আন্দোলন নেতা মুহাম্মদ হাবিবুর রহমান, খেলাফত ছাত্র আন্দোলন জেলা আহবায়ক আব্দুল মোতালিব খান প্রমুখ। 

গণসংযোগকালে বটগাছ প্রতীকের প্রার্থী মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেকবার ক্ষমতার পালা বদল হয়েছে। কিন্তু কেউ জনগনের যান এবং মালের নিরাপত্তা দিতে পারেনি। বিগত সরকারগুলো সম্পুর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই দেশের মানুষ বর্তমানে ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চায়। 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত