
ফরিদপুরের চরভদ্রাসনে নানা শ্রেনী পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে এ পরিচিতি ও মতবিনিময় করেন তিনি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদ তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন দপ্তর প্রধানগন।
জানা যায় এই ইউএনও গত ১ ডিসেম্বর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে চরভদ্রাসন উপজেলার ইউএনও হিসেবে তার দায়িত্ব বুঝে নেন।
সভায় উন্মুক্ত আলোচনা শেষে চরভদ্রাসন উপজেলার সার্বিক উন্নয়ন ও সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন নবাগত এই ইউএনও।
পরে একই স্থানে শহীদ বুদ্ধিজিবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।