বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
কোরআন কুইজে প্রথম হিন্দু শিক্ষার্থী গৌরব সরকার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৬:৪২ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কোরআনের ওপর অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন গৌরব সরকার নামের এক হিন্দু শিক্ষার্থী।

গতকাল সোমবার (১২ মে) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছর ১১ মে ‘পবিত্র কোরআন দিবস’ পালন করে ছাত্রশিবির। এ উপলক্ষ্যে এ বছর কোরআন ও আজিজুল হক কলেজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন ৪০০ শিক্ষার্থী, যাদের মধ্যে থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

৪০ নম্বরের পরীক্ষায় গৌরব সরকার ৩৬ পেয়ে প্রথম হন। বিজয়ের অনুভূতি জানিয়ে গৌরব বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানার আগ্রহ আমার দীর্ঘদিনের। সেই আগ্রহ থেকেই কোরআন পড়েছি এবং এই কুইজে অংশ নিয়েছি। এমন একটি প্রতিযোগিতায় প্রথম হতে পারায় খুব ভালো লাগছে।”

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, এই কুইজের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কোরআন অধ্যয়নে উৎসাহিত করা। কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “গৌরবের মতো একজন ভিন্ন ধর্মের শিক্ষার্থীর অংশগ্রহণ ও বিজয় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা মনে করি, জ্ঞান অর্জনে ধর্ম কোনো বাধা নয়। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে এরকম উদ্যোগ গুরুত্বপূর্ণ।”

এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বিষয়ে কলেজ ক্যাম্পাসে ইতিবাচক আলোচনা চলছে। বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় গ্রন্থ পাঠ ও আন্তঃধর্মীয় সম্মানবোধের যে চর্চা গড়ে উঠছে, তা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে অভিমত শিক্ষকদের।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত