বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:১৪ PM
উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ঘটনার সঠিক তথ্য প্রকাশ এবং গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ শুরু হয়। এতে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে বিক্ষোভ করেন। সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিকেল চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ অব্যাহত রাখেন, এর ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যান আটকে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলমান বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীরা উত্তরার যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নথুল্লাবাদ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে গায়েবানা জানাজার আয়োজন করেন। জানাজা শেষে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। অনেক পরিবার তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না। নিহত ও আহত ব্যক্তিদের সঠিক তথ্য জানতে চান বিক্ষোভকারীরা।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইমাম হোসেন, শাহরিয়ার রুম্মান এবং জাহিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ও দগ্ধ হওয়ার ঘটনার পর সরকারের যে ধরনের ভূমিকা রাখার প্রয়োজন ছিল, তা প্রত্যক্ষ করা যায়নি। এবং এত বড় দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেনি। এনিয়ে সমালোচনার মুখে গভীর রাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়, যে কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের নোটিস গভীর রাতে পেয়েছি। নোটিস প্রাপ্তির সাথে সাথে সব কলেজকে নির্দেশনা জানিয়ে দেওয়া হয়।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত