শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
৪ দিনেও শিশু রোজামনির খুনি শনাক্ত না হওয়ায় এলাকায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:৪১ PM
তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ৪ দিন আগে সাড়ে চার বছর বয়সী শিশু রোজা মনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে শতাধিক নারী-পুরুষ বিজয় সরণি সড়ক অবরোধ করে এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার চার দিন পার হলেও এখনও আসামি শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। শিশুটিকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি করেছে।

আন্দোলনকারীদের উদ্দেশে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন আশ্বাস দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা এ ঘটনায় কাজ করছি। আইন কাউকে ছাড় দেবে না। দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। 

আন্দোলনকারী তাসলিমা আক্তার বলেন, এমন একটি নৃশংস ঘটনা সিসিটিভি ফুটেজের মাঝেও এতদিন ধরে অপরাধীকে ধরা যাচ্ছে না— এটা আমাদের ভাবিয়ে তুলেছে।

আন্দোলনে অংশ নেওয়া শাহরিয়ার বিপ্লব বলেন, যদি তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু না হয়, তাহলে আসামি ধরা কঠিন হয়ে যায়। বিচার প্রক্রিয়াও বিলম্বিত হয়।

শিশু রোজা মনি হত্যাকাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল শাহ জান্নাত বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মোটিভ পাওয়া গেছে এবং আসামি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে। তবে মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ১৩ মে (মঙ্গলবার) সকালে তেজকুনিপাড়ার খালি প্লটে ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রোজা মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির শরীরে ছিল ভয়াবহ নির্যাতনের চিহ্ন। তার গলায় ছিল রশি প্যাঁচানো, শরীরে ঢালা হয়েছিল গরম পানি, বুকে ফোসকা পড়ে চামড়া উঠে গিয়েছিল, আর বিভিন্ন স্থানে ছিল লাল ও কালো দাগ। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত