শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে ওবিই কারিকুলা অনুসরণ অপরিহার্য
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:০৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট ইন ওবিই’ শীর্ষক এক কর্মশালা আজ ১৯ মে (সোমবার) অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা অত্যন্ত জরুরি একটি বিষয়। এজন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে ওবিই কারিকুলা অনুসরণ অপরিহার্য। এটিকে উপেক্ষা করার সুযোগ নেই। ওবিই কার্যকরভাবে বাস্তবায়ন না করলে আমরা আধুনিক উচ্চশিক্ষার মানদণ্ড থেকে পিছিয়ে পড়ব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো অ্যাক্রেডিটেশন করতে হলে ওবিইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। কারণ, প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যেসব ক্রাইটেরিয়া রয়েছে, তার সবকিছুই ওবিইতে অন্তর্ভুক্ত। এজন্য ওবিই সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন এবং বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

উপাচার্য বলেন, ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিন অ্যাক্রেডিটেশনের জন্য ইনটেন্ট টু অ্যাপ্লাই করেছে। পর্যায়ক্রমে সকল ডিসিপ্লিন এই প্রক্রিয়ায় যুক্ত হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অগ্রবর্তী অবস্থানে থেকে খুলনা বিশ্ববিদ্যালয় যথাযথভাবে এ কাজ সম্পন্ন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলোর শিক্ষা ব্যবস্থাও আধুনিক। বিশেষ করে সেলফ অ্যাসেসমেন্ট ও স্টুডেন্ট ফিডব্যাক পদ্ধতি তারা অনেক আগে থেকেই অনুসরণ করে। আমাদের আধুনিক ব্যবস্থার সাথে মানিয়ে নিতে হবে। এ ধরনের কর্মশালার মাধ্যমে ওবিই সম্পর্কে নিজেদের আরও বেশি সমৃদ্ধ করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। আরও বক্তব্য রাখেন কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ফারহিন হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে তিনি ওবিই’র মূল কাঠামো, শেখার ফলাফল, শিক্ষণ-পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও বিভিন্ন ডিসিপ্লিনের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত