সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খুলনায় ৪ দফা দাবিতে বিসিডিএসের মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৪৮ PM
ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা (ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা) দাবি আদায়ের লক্ষে সারা বাংলাদেশে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আহ্বান করা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ মে) সকালে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিডিএস খুলনা জেলার সাবেক সভাপতি খান মাহাতাব আহম্মেদের সভাপতিত্বে ও জেলা কমিটির পরিচালক কাজী লুৎফুর রহমান মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন  বিসিডিএস খুলনা জেলার সাবেক পরিচালক ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী খান সাইফুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিসিডিএস খুলনা জেলার পরিচালক প্রতাপ রুদ্রনাথ, হেদায়েতুল ইসলাম পলাশ, এইচ এম ফরিদ, খান ইলিয়াস আহমেদ (মিঠু), হাফিজুর রহমান, মান্নান মোড়লসহ বিসিডিএস খুলনা জেলা সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যামিস্টসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত