বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ছাত্রলীগ নেতাকে দেখতে আসা ভাইকে বৈষম্যবিরোধীদের ব্যাপক মারধর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:৩৮ PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের (২৬) হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন। তানজিল টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকার মৃত মীর নুরুল হক কামালের ছেলে।

আদালতে চত্বরে তাকে দেখতে এসেছিলেন শাফি নামে এক মামাতো ভাই। সেখানে তাকে ব্যাপক মারধর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাণ বাঁচাতে তিনি গিয়ে আদালতের গারদে গিয়ে ঢোকেন।

আদালতের পুলিশ পরিদর্শক লুৎফর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারুফ হত্যা মামলায় তানজিলের সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহামেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলকে গ্রেফতার করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করা ছয় মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে দুইটি হত্যা মামলাও রয়েছে।

এর আগে, আজ বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করার আগেই আদালত চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও তাকে আদালতে হাজির করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলার শিকার হন। তাকে দেখতে আসা তার মামাতো ভাই শাহেদ আল শাফি ব্যাপক মারধরের শিকার হন। একপর্যায়ে শাফি নিজের জীবন বাঁচাতে আদালত চত্বরের গারদ খানায় আশ্রয় নেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত