মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০:০৪ PM
চাঁদপুর শহরের পুরান বাজারে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ মে) দুপুরে শহরের পশ্চিম জাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫)। মন্টু ঢালী ওই এলাকার মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার হোসেন খান খানবাড়ির আমিন খানের ছেলে।

নিহতদের স্বজনেরা জানান, বাড়ির বৈদ্যুতিক লাইনে আর্থিং সমস্যার কারণে ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় আনোয়ার হোসেন খান ঘর থেকে বের হচ্ছিলেন। তিনি টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গেলে মন্টু ঢালিও বিদ্যুতায়িত হন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নিহতদের পরিবার অভিযোগ না করায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত