মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ২১ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫
রাজধানীতে সেনা অভিযানে অত্যাধুনিক পিস্তল-গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৫০ PM
তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২৪ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টায় তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে বাড়িটি থেকে ১টি বিদেশি পিস্তল, ১১টি বিভিন্ন ধরনের গুলি, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট। জনগণকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত