ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার মধ্যরাতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, দখলদারদের মিলিটারি সেন্টার এবং বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “নির্ভুল এবং স্মার্ট প্রযুক্তির সমন্বয়ে ইরানের বিরুদ্ধে কাজ করা ইসরায়েলের মিলিটারি সেন্টার এবং বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”
তারা আরও জানিয়েছে, এই অভিযানটি চালানো হয়েছে শক্তিশালী এবং আক্রমণাত্মক উপায়ে। যেটিতে সমন্বয় করেছে ইরানের সশস্ত্র বাহিনীর সব শাখা। আর এই অভিযানের বার্তা হলো— ইরানের নিরাপত্তা সশস্ত্র বাহিনীর জন্য রেডলাইন।
আইআরজিসি জানিয়েছে, দখলদার ইসরায়েলের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল সেন্টার লক্ষ্য করেও মিসাইল ছোড়া হয়েছে। এখানে মিসাইল ও অন্যান্য সামরিক উপকরণ তৈরি করে দখলদাররা। তারা বলেছে, ঘটনাস্থলের রিপোর্ট, স্যাটেলাইটের ছবি এবং গোয়েন্দা তথ্য থেকে তারা নিশ্চিত হয়েছে লক্ষ্যবস্তুগুলোতে মিসাইল আঘাত হেনেছে।