রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:২৯ PM আপডেট: ১৭.০৬.২০২৫ ৮:৩৩ PM
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

দেলোয়ার হোসেন শাওন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আসাদুল হকের ছেলে। কামানুর গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের করিম গাজীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শাওনের কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান,তিনটি দা,পাঁচটি মদের বেতল নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত