মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে চার আসামি গ্রেফতার
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:১৬ PM
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে বানিয়াচং থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গুনই গ্রামের রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন ওরফে বসু মিয়া (৪০) ও একই একই এলাকার মৃত ফরিদ আলীর পুত্র তমিজ আলী (৪২) কাজীরপুর বন্দের বাড়ির আশরাফুল মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৩০)।

র‍্যাব–পুলিশের যৌথ অভিযানে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা’র নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশ ও র‍্যাব–৯, সিপিসি–৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর পৌরসভার পোদ্ধার বাড়ি এলাকায় গ্যাস পাম্পের সামন থেকে কুদ্দুস মিয়াকে (৩৫) র‍্যাব–৯ এর পিসিসি নং–৫৭১/২৫ অনুযায়ী গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের শানু মিয়ার পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন।

বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে বলেন, “ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।” আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত