নাচোল উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজিত ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন, মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ, মাসউদা আফরোজা হক শুচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এবং জেলা নেতৃবৃন্দ।
বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের প্রার্থীতা বাতিলের দাবিতে বয়কটের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মী সমাবেশ।
বক্তারা বলেন, মনোনয়ন ঘোষনার আগে তারেক জিয়ার সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা ৪ জন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি আমিনুল ইসলামের প্রার্থীতা বাতিলের দাবিতে একত্বা ঘোষণা দিয়েছেন।
মনোনয়ন বঞ্চিত নেতারা বলেন ২০১৮ সালের বির্তকিত নির্বাচনকে বৈধতা দিয়ে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ তুলে সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে । এছাড়া আ.লীগের সাথে আতাত করে সংসদে গিয়েও এলাকার কোন উন্নয়ন করেননি।
সম্প্রতি নাচোলের ফতেপুর ইউনিয়নের মাড়কইল ও সাহা পুকুর গ্রামে জমিজমাকে কেন্দ্র করে দ্বন্দ্ব বাঁধলে আমিনুল ইসলামের অনুসারীরা তুহিন অনুসারীর একই পরিবারের দুইভাইকে গুরুতর জখম করলে তারা রামেক হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তৃণমূল নেতাকর্মীরা আমিনুল ইসলামকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই না। মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে পুনরায় সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে দলের প্রাথমিক মনোনয়ন নেয়া হয়েছে।