মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৫ PM
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারক চক্রের মুল হোতা ও নিষিদ্ধ কার্যক্রম আ'লীগের ২কর্মীসহ ৫ জনকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার দিনগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- নিতাই ইউনিয়নের নিতাই পানিয়ালপুকুর সাতঘড়ি পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে বেনজির (২৬)অনলাইন ভিসা প্রতারণার মামলায়,একই গ্রামের মৃত বদির উদ্দিন মাস্টারের ছেলে নিষিদ্ধ কার্যক্রম আ'লীগের কর্মী পিয়ারুল ইসলাম (৩০) বড়ভিটা স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাংচুরের মামলায়,বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও বড়ভিটা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নিষিদ্ধ কার্যক্রম আ'লীগের কর্মী মহির উদ্দিন বসুনিয়া (৬০)ওই মামলায়,মাগুড়া ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত্যু মোজাম্মেল হকের ছেলে ও মাগুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এহছানুল হক (৫৫) চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত আসামি, রণচন্ডী ইউনিয়নের দক্ষিণ রনচন্ডী গ্রামের মাহফুজার রহমানের ছেলে মামুনর রশিদ(৪০) চেক প্রতারণার ওয়ারেন্ট ভুক্ত আসামি। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার আসামিদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত