শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
টঙ্গীতে জুলাই শহীদ মারওয়ার বাসায় উপদেষ্টা শারমিন মুর্শিদ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:০৯ PM
টঙ্গীর এরশাদ নগরে জুলাই আন্দোলনের শহীদ কিশোরী নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। 

শুক্রবার দুপুর ৩টায় আকস্মিক সফরের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন। এ সময় শহীদ মারওয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

উপদেষ্টা বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।  

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা মারওয়া ও সানজিদ হোসেন মৃধা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত