খুলনার রূপসা থানা এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মোঃ সালাম ব্যাপারী (৫০) নাম একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নন্দনপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গত ২৩ জুন (বুধবার) দুপুরে ভুক্তভোগী শিশুটি রূপসা থানাধীন নন্দনপুর সাকিস্থ একটি নদীর ঘাটে গোসল করতে গেলে গ্রেপ্তারকৃত মোঃ সালাম ব্যাপারী তাকে ধর্ষণ করে।
এই ঘটনায় শুক্রবার রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে।