সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
সোমবার ১১ আগস্ট ২০২৫
‘এখনকার অসভ্য স্লোগান শুনলে লজ্জায় মাথা নত হয়ে যায়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:০৬ PM
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। আজ শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই অসন্তোষ জানান।

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, আগে স্লোগান শুনলেই দেশের জন্য মন উত্তাল হয়ে উঠত। বিভিন্ন দলের আদর্শ প্রকাশ পেত তাদের মিছিল ও স্লোগানে। কিন্তু এখন স্লোগান শুনলে দ্রুত ফোনের সাউন্ড বন্ধ করে চারপাশে কেউ আছে কি না দেখে নেন।

খুশির ভাষায়, ‘বাচ্চা, বয়োজ্যেষ্ঠরা পাশে থাকলে লজ্জায় মাথা নত হয়ে যায়! ছিঃ! কী ভাষা?!’

অভিনেত্রী জানান, সম্প্রতি অনেক অসভ্য স্লোগানের সঙ্গে একটি নতুন স্লোগানও (এক দুই তিন চার) যুক্ত হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়া দেখেছে।

শাহনাজ খুশি আরও লেখেন, ‘এই আমাদের দেশ!! কারো কিচ্ছু যায় আসে না। রাজনীতি করতে শিক্ষা লাগে স্যার! সেটা প্রকৃত শিক্ষা, শুধু সার্টিফিকেট নয়! আক্রোশ দিয়ে কিছু দিন ক্ষমতা ধরে রাখা যায়, মানুষ ধরে রাখা যায় না! অবশ্য মানুষ এখন আর লাগেও না! মানুষকে আর কে ভাবছে?’

ফেসবুকে তার এই স্ট্যাটাসটি প্রকাশের পর ভক্তরাও তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত