বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
বরিশালে চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টা
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ PM

নিজের মালিকানাধীন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভনে ২২ বছর বয়সের এক যুবতীকে মোবাইল ফোনে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিন। 

অভিযোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভুক্তভোগী ওই যুবতী বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ওই যুবতী জানিয়েছেন, চাকরির প্রলোভনে সোমবার সন্ধ্যা রাতে মোবাইল ফোনে তাকে বান্দরোড সংলগ্ন সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিন প্রথমে তাকে (যুবতী) কুপ্রস্তাব দেন। এতে ওই যুবতী রাজি না হওয়ায় তাকে শাহিন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার (যুবতী) চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী যুবতীকে উদ্ধার করেন। 

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী যুবতী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিন একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েও গোপনে এলাকায় বসবাস করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সোমবার দিবাগত রাতে নারী কেলেঙ্কারির ঘটনায় তিনি প্রকাশ্যে আসেন। 

এ অবস্থায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আজিজুর রহমান শাহিন গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করায় তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। যেকারণে তার কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত