বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
নীলফামারীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ PM

নীলফামারীর ডোমারে জহুরা বেগম (৩৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মটুকপুর ইউনিয়নের মেলাডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম ওই এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের খাবার শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন জহুরা বেগম। রাত ১২টার দিকে বাড়ির টিনের চালায় শব্দ হলে তিনি বাইরে বের হয়ে শব্দের কারণ জানতে চান। এসময় একই এলাকার আশিকুর রহমানসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। 

আশিকুর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন। এতে তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন বাদী হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি করে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জহুরা বেগমের প্রতিবেশীরা জানায়, আগেও আশিকুর রহমান ও জহুরা বেগমের অবৈধ সম্পর্কের কারণে বিচার সালিশ হয়েছে। তখন থেকে জহুরা বেগম সম্পর্ক থেকে সরে এলে আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন। এই কারণে খুনের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত