বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মান্দায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, ১ নম্বর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার প্রমুখ।
এ ছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মন্টু মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।