বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে গণদোয়া
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ PM

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে ভাওয়াল রাজবাড়ী মাঠে এ গণদোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। 

বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ গণদোয়া অনুষ্ঠানে অংশ নেন। 

বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। এর আগে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার,  গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী প্রমুখ। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আহমদ আলী রুশদি, এডভোকেট আব্দুস সালাম,  হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান মুন্না, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, শাহাদাত হোসেন শাহিন, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন,  বেলায়েত হোসেন,  রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে বক্তারা সারাদেশে দল—মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, দেশ—বিদেশের মানবাধিকারকর্মী ও রাষ্ট্রপ্রধানরাও তার আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন। 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশপ্রেমিক নেত্রী। যার জন্য দেশবাসী দুই হাত তুলে দোয়া করছে, অনেকেই তার সুস্থতার জন্য রোজা রাখছেন, নফল নামাজ আদায় করছেন, মসজিদ—মন্দির—গির্জায় প্রার্থনা করছেন।

গণদোয়া চলাকালে ভাওয়াল রাজবাড়ী মাঠে মানুষের ঢল নামে। মোনাজাতের সময় হাজারো কণ্ঠে 'আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত