পাভেল মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদল।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ছাত্রদল কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্প্রতি কয়েকটি পত্রিকা “রেলওয়ে প্রকল্পের লোহা চুরির মহোৎসব” শিরোনামে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা নাম উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়।
লিখিত বক্তব্যে পাভেল মোল্লা বলেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ষড়যন্ত্রমূলক। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, একই পত্রিকায় আগেও আমার নাম ও ছবি ব্যবহার করে একাধিক মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছেন। এছাড়া সাউথ কেরানীগঞ্জ নামে অনিবন্ধিত ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি আক্তার হোসেন জানান, পাভেল মোল্লা সাধারণ ডায়েরি পেয়েছি। অভিযোগে অনলাইনে বা সংবাদপত্রে যদি কারও বিরুদ্ধে মিথ্যা বা মানহানিকর তথ্য প্রকাশিত হয়ে থাকে, তা আইনের আওতায় আসবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।